, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

অযাচিত মনোরাগ

প্রকাশ: ২০১৫-০৬-০৭ ১৫:৪৭:২৪ || আপডেট: ২০১৫-০৬-০৭ ১৫:৪৭:২৪

Spread the love

______হাস্না হেনা

rtmnews24.com

চল তরী ভাসাই উত্তাল জলের স্রোতে,
আজ সকল সীমানা ভুলে যাই
দুজনের তরেই হোক যত আয়োজন
পাল ,বৈঠা , মাঝি ।
আকাশ সাজুক বুকে নিয়ে লক্ষ তারকারাজি;
কৃষ্ণচূড়ার আগুন রঙে সাজুক মনের বন্দর।
এসো প্রাণে প্রাণে প্রাণ বাধি হই এক প্রাণ
গ্রহণ করি অযাচিত যত মনোরোগ,
সংক্রমিত হই তুমি- আমি,
একই অসুখের শোকে।
এসো কন্টকময় পথে ,পায়ে পায়ে
ফুঁটুক বিষের কাঁটা;
হলই না হয় রক্তাক্ত পদ যোগল ।
ঠিক পৌঁছে যাবো আলোর সীমানায় ;
যেখানে আকাশ নেমেছে একটু নীরবতায়
ভালোবেসে মাটিকে ছোঁয়ার অভিপ্রায়।
এসো দগ্ধ হই প্রণয়ী উত্তাপে,
“ফের ”
শুদ্ধতা পাক পুড়ে পুড়ে প্রণয়ী চেতনা।
ভালোবাসার টুকরো গুলো জড়ো
করি একসাথে ।
এক একটা হয়ে উঠুক জ্বল জ্বলে নক্ষত্র ।
নক্ষত্রের আলোয় আলোকিত হোক
প্রণয়ী পৃথিবী ।
চল হই অষ্ট নদীর গভীর ধারা,
সাগরের নোনা জলে মিশিয়ে দিই
অযাচিত ব্যাথার তীব্রতা ;
আর নয় আঁধারী মলাটের জীবন
উন্মোচিত হোক অনন্ত শুভ্র অবুঝ আলো,
প্রতিটি দিন হোক নিভৃত গাঢ় সবুজের
অভয়ারণ্যে পাশাপাশি হাঁটা।
রঙ বাহারি প্রজাপতি রঙ ছড়াক
বিষাদের বাগানে।
মনোরাজ্যের অধীশ্বর রূপে গ্রহণ
করবো ফের নতুন মুগ্ধতায়,
শোকমগ্ন হৃদয় ভিজুক এক পশলা সুখে।
চল কুঁড়াই ঝরা ফুল মালা গাঁথি সূতো বিহীন ;
বেঁধে দিই জন্ম জন্মান্তরের কঠিন বাঁধন ।

Logo-orginal