, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

আরেকটি জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়ার দাবি ডিবির

প্রকাশ: ২০১৫-০৬-০৮ ১৩:৪১:২৫ || আপডেট: ২০১৫-০৬-০৮ ১৩:৪১:২৫

Spread the love

আরটিএম চট্টগ্রাম: দেশে আরো একটি জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এটির নাম ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’। এ সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে সূত্রাপুর ও বনশ্রী এলাকা থেকে রোববার বিকালে নয়জনকে আটক করা হয়েছে। রাতে আরেকটি অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়। সংবাদ সম্মেলনে কৃষ্ণপদ জানান, রোববার বেলা তিনটার দিকে বনশ্রী (ব্লক এল) এলাকার একটি ভবনের গ্যারেজ থেকে ছয়জনকে আটক করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় সুত্রাপুরের লালমোহন দাস লেনে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে একটি বাড়ি থেকে তাদের আরো তিনজনকে আটক করা হয়। বনশ্রী এলাকা থেকে আটককৃতরা হলেন কাজী ইফতেখারুল খালেদ, ফাহাদ বিন নুরুল্লাহ কাসেমী ওরফে কায়েস, মোঃ রাহাত, দ্বীন ইসলাম, আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান ও নুরুল ইসলাম। সুত্রাপুর থেকে আটককৃতরা হলেন মাওলানা নুরুল্লাহ কাসেমী, মো. দেলোয়ার হোসেন ও মো. ইয়াসিন আরাফাত। যুগ্ম কমিশনার (অপরাধ) বলেন, এ নয়জনের সবাই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) ও আনসারুল্লাহ বাংলাটিমের সঙ্গে আগে জড়িত ছিলেন। নতুন করে তারা আন্তর্জাতিক সংগঠন আইএসের মতো করে ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’ নামে একটি সংগঠন তৈরি করেছে। এটির অর্থ জোগানের জন্য ঢাকা ও উত্তরবঙ্গের একটি জেলায় ব্যাংক ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নয়জনের কাছ থেকে বিভিন্ন ধরনের পাঁচ কেজি বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির গবেষণাগার, আটটি বোমা, ছয়টি চকলেট বোমা, চারটি চাপাতি, ইসলামের নামে উগ্র মতবাদের বই এবং ‘বাংলাদেশ জিহাদী গ্রুপ’-এর একটি প্রস্তাবিত পতাকা উদ্ধার করা হয়েছে। কৃষ্ণপদ রায় জানান, তাদের বিরুদ্ধে খিলগাঁও এবং সুত্রাপুর থানায় বিস্ফোরক ও সন্ত্রাস আইনে চারটি মামলা হয়েছে। ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. আহসান হাবীব ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও পুলিশের বিশেষ শাখার একটি দল অভিযানটি পরিচালনা করে। আইএস সন্দেহে একজন গ্রেফতার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (আইএস) সদস্য সন্দেহে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার নাম ফিদা মুনতাসির সাকের। কৃষ্ণপদ রায় বলেন, “মুনতাসির ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময়ে আইএসের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নিজ বাসায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কর্মী সংগ্রহ ও লোকদের আশ্রয় ও প্রশিক্ষণ দিয়েছেন।” গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পুরাতন কম্পিউটার সিপিইউ, তিনটি ল্যাপটপ, তিনটি মোবাইল সেট, দুটি হার্ডডিস্ক, তিনটি মাউস, দুটি ল্যাপটপ চার্জার, একটি পাসপোর্ট, বিভিন্ন ধরনের ২১টি বই, তিনটি লিফলেট, একটি নোট বই, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট এর স্ক্রিন শট (এক থেকে ৮২ পাতা), ই-মেইল আইডিতে সংরক্ষিত জিহাদ এবং আইএস সম্পর্কিত বিভিন্ন পুস্তকের ফ্রন্ট পেজ-এর স্ক্রিন শট উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। ডিবির দাবি, মুনতাসির হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলাটিম ও জুনুদ আল তাওহীদ খিলাফাহ’র সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নতুন বার্তা,

Logo-orginal