, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

গ্রেপ্তারি পরোয়ানা আহমেদ শরীফের বিরুদ্ধে

প্রকাশ: ২০১৫-০৬-২২ ১৫:২০:২৩ || আপডেট: ২০১৫-০৬-২২ ১৫:২০:২৩

Spread the love

Ahammad-Sharif_the-report24

আরটিএমনিউজ২৪ডটকমঃ চেক জালিয়াতির মামলায় অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ছবির এই ‘খলনায়ক’ আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে এ পরোয়ানা জারি করেন।

গত ৫ মার্চ তার বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলার বিবরণে জানা যায়, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেন এক লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিলেন। টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। গত বছরের ২২ মে তিনি যখন টাকা তোলার জন্য উত্তরা শাখায় চেকটি জমা দেন তখন তা ডিজঅনার হয়।

দ্বিতীয়বারের মতো একই বছরের ১১ ডিসেম্বর চেকটি ডিজঅনার হয়। মোশারফ হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি উকিলের মাধ্যমে আহমেদ শরীফকে লিগ্যাল নোটিশ দেন। আহমেদ শরীফ নোটিশের কোনো জবাব না দেওয়ায় আদালতে এসে মামলা করেন মোশারফ হোসেন।

আরটিএমনিউজ২৪ডটকম/এন ন কে

Logo-orginal