, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

টাকা-মোবাইল-অলঙ্কার দিয়ে শারীরিক সম্পর্কে শান্তিরক্ষীরা !

প্রকাশ: ২০১৫-০৬-১১ ২১:৪৪:২৫ || আপডেট: ২০১৫-০৬-১১ ২১:৪৪:২৫

Spread the love

আরটিএম ডেস্ক: জাতিসংঘের শান্তিরক্ষীদের কাজ সংঘাতময় দেশগুলোতে শান্তি বজায় রাখতে ভূমিকা রাখা। এজন্য উচ্চ পারিশ্রমিকও পান তারা।
কিন্তু শান্তি রক্ষার আড়ালে তারা অসহায় নারী ও শিশুদের খাবার, নগদ টাকা, অলঙ্কার, পারফিউম, মোবাইল ফোন ও অন্যান্য জিনিস দিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক গড়েছেন বলে জাতিসংঘেরই এক প্রতিবেদনে বলা হয়েছে।
জাতিসংঘের অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স ও বিবিসি জানায়, হাইতি ও লাইবেরিয়ায় শান্তিরক্ষীরা শত শত নারীকে তাদের ফাঁদে ফেলেছেন।

আরো মর্মন্তুদ হচ্ছে- ভিকটিমদের এক তৃতীয়াংশই শিশু।
২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে এ ধরনের ৪৮০টি যৌন শোষণের ঘটনার সন্ধান পেয়েছে অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস।
প্রতিবেদনে বলা হয়, শান্তিরক্ষীদের এ ধরনের যৌন শোষণের ঘটনা খুবই সাধারণ কিন্তু তা প্রকাশ্যে আসেনি।
বর্তমানে বিশ্বের ১৬টি দেশে জাতিসংঘের ১ লাখ ২৫ হাজার শান্তিরক্ষী কাজ করছে।
#রয়টার্স/বিবিসি

Logo-orginal