, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

ঢাকায় ভারতীয় ক্রিকেট দল

প্রকাশ: ২০১৫-০৬-০৮ ০৪:১২:১৫ || আপডেট: ২০১৫-০৬-০৮ ০৪:১২:১৫

Spread the love

খেলা প্রতিবেদক, আরটিএমনিউজ২৪ডটকম

 

STRICTLY FOR EDITORIAL USE ONLY. CONTACT YOUR LOCAL OFFICE FOR ALL COMMERCIAL (INCLUDING ADVERTORIAL) AND PROMOTIONAL USES, OR ANY TYPE OF USE BY A BROADCAST ORGANISATION. NO LICENSING FOR CONSUMER PRINTS. BIRMINGHAM, ENGLAND - JUNE 23:  Virat Kohli of India celebrates victory with team mates during the ICC Champions Trophy Final between England and India at Edgbaston on June 23, 2013 in Birmingham, England.  (Photo by Gareth Copley/Getty Images)

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য সোমবার সকালে ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল।

সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে চড়ে তারা ঢাকায় আসেন।

বিমানবন্দর থেকে ভারতীয় দল সরাসরি চলে যাবে হোটেল সোনারগাঁওয়ে। দুপুর আড়াইটা থেকে মিরপুরের একাডেমি মাঠে কোহলি-রোহিত শর্মাদের অনুশীলন করার কথা রয়েছে।

অন্যদিকে, একই সময়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করার কথা বাংলাদেশ দলের।

আগামী ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

Logo-orginal