, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

ঢাকেশ্বরী মন্দির-রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন মোদি

প্রকাশ: ২০১৫-০৬-০৭ ০৫:১০:৫১ || আপডেট: ২০১৫-০৬-০৭ ০৫:১০:৫১

Spread the love

স্টাফ রিপোর্টার, আরটিএমনিউজ২৪.কম

dhakeshawri_sm_880322596

ঢাকা: দুই দিনের ঢাকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার সকালে পুরাতন ঢাকার ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেছেন।

সকাল ৮টা ৩৫ মিনিটে মোদি ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান।
সেখানে তাকে স্বাগত জানান, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ হোসেন খোকন, মন্দির সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা।

ঢাকেশ্বরী মন্দিরে তিনি প্রার্থণায় অংশ নেন এবং হিন্দু ধর্মাবলিম্বদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া মন্দির ও মন্দিরের বাগান ঘুরে দেখেন।
ঢাকেশ্বরি মন্দির পরিদর্শন শেষে সকাল ৮টা ৫৭ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান। সকাল ৯টা ১৫ মিনটে সেখানে পৌছান মোদি।

রামকৃষ্ণ মিশনে সংশ্লিষ্টদের সাথে কুশল বিনিময় ও পরিদর্শন শেষে ৯টা ৩০ মিনিটে তিনি ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা দেন।

রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে যোগ দেবেন মোদী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮১ জনের সফরসঙ্গী নিয়ে দুই দিনের সফরে শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছান। নরেন্দ্র মোদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

ঢাকায় নেমে বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদি।

এরই মধ্যে নরেন্দ্র মোদি সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

 

Logo-orginal