, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

নাফ নদীতে বিজিবির উপর মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর গুলি: গুলিবিদ্ধ ১, নিখোঁজ ১ !

প্রকাশ: ২০১৫-০৬-১৭ ১০:৩২:৩৫ || আপডেট: ২০১৫-০৬-১৭ ১০:৩২:৩৫

Spread the love

নাফ নদীতে বিজিবির উপর মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর গুলি: গুলিবিদ্ধ ১, নিখোঁজ ১

আরটিএমনিউজ২৪ডটকম কক্সবাজার : টেকনাফের নাফনদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানেরা টহল দেওয়ার সময় এক বিজিবি জওয়ান গুলিবিদ্ধ হয়েছে। অপর এক জওয়ান নিখোঁজ রয়েছে।

গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নদীতে বিজিবির বিশেষ টহল জোরদার রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৭ জুন ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা নৌকা নিয়ে নাফনদীর লালদিয়া দ্বীপ নামক স্থানে বিশেষ টহলে যায়। এ সময় পাশ্ববর্তী দেশ মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের (বর্ডার গার্ড পুলিশ) নদীতে থাকা বিজিপি সদস্যরা এই টহলদল বোঝাই নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এ সময় টহলরত নৌকায় থাকা এক বিজিবি জওয়ান বিপ্লব গুলিবিদ্ধ হয়। অপর এক জওয়ান রজব নিখোঁজ রয়েছে। তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।

এই ব্যাপারে টেকনাফ বিজিবির পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাফনদীতে বিজিবির বিশেষ টহল বলবত থাকতে দেখা গেছে। আরটিএম/একে ।

Logo-orginal