, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

পঞ্চম উইকেটের পতন, চাপের মুখে ভারত !

প্রকাশ: ২০১৫-০৬-১৮ ২২:৫০:৩৪ || আপডেট: ২০১৫-০৬-১৯ ১১:৩৪:১৮

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম ঢাকা: বাংলাদেশ শিবিরে স্বস্তি, ভারতীয় দলে হতাশ।

বাংলাদেশের দেয়া ৩০৮ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে ভালো শুরুই পেয়েছিল ভারত।
তবে তাসকিন আহমেদ, অভিষিক্ত মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের বোলিং তোপে পাঁচ উইকেট হারিয়েছে ভারত। ১২৮ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। বাংলাদেশের দুই তরুণ তুর্কি তাসকিন ও মোস্তাফিজ ভারতের প্রথম চার উইকেট দখল করেন।

পঞ্চম উইকেটটি নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের করা প্রথম ওভারের তৃতীয় বলে অধিনায়ক ধোনি উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত হন।
ধোনি ৫ রানের বেশি এগুতে পারেননি। নতুন বলে মোস্তাফিজ, তাসকিন কিছুটা কাঁপিয়েছিলেন ভারতীয় ওপেনারদের। তবে সেটি উইকেট এনে দিতে পারেনি বাংলাদেশকে।

মাশরাফির করা ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে শেখর ধাওয়ানের ক্যাচ ফেলেছেন মুশফিকুর রহিম। ধাওয়ান তখন ১৫ রানে ব্যাট করছিলেন। সেই ধাওয়ানকে ফিরিয়েছেন তাসকিন নিজের দ্বিতীয় স্পেলে। ১৬তম ওভারের শেষ বলে ধাওয়ান ক্যাচ দিয়েছেন মুশফিকের হাতে। তিনি ৩০ রান করেন। উইকেটে এসে চার বল স্থায়ী হয়েছেন কোহলি। তাসকিনের বাউন্সারে তিনিও মুশফিকের হাতে ক্যাচ দেন। দ্বিতীয় স্পেলে এসে বল হাতে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর। ইনিংসের ২১তম ওভারে হাফ সেঞ্চুরিয়ান রোহিত শর্মা বিভ্রান্ত হন বাঁহাতি এই পেসারের স্লোয়ারে।

৬৩ রান করেন রোহিত। নিজের পরের ওভারে আবার আজিঙ্কা রাহানেকে স্লোয়ারের শিকার বানান মোস্তাফিজ। তবে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন নাসির। রাহানে ৯ রান করেন। এর আগে তিন হাফ সেঞ্চুরিতে ৩০৭ রানের স্কোর গড়ে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ১০২ রান তুলেছিলেন তামিম-সৌম্য। বৃষ্টির বাধায় এক ঘন্টা খেলা বন্ধ ছিল। সেই বিরতির পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

তামিম, লিটন, মুশফিকরা দ্রুত আউট হলে বড় স্কোরের সম্ভাবনা নষ্ট হয় বাংলাদেশের। তারপরও সাকিব-সাব্বিরের ৮৩ রানের জুটিতে তিনশো রানের পথে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ দিকে মাশরাফির ২১ রানের ইনিংসে তিনশো পার হয় টাইগাররা। তামিম ৬০, সৌম্য ৫৪, সাকিব ৫২, সাব্বির ৪১, নাসির ৩৪ রান করেন।আরটিএম/একে,

Logo-orginal