, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

পাকিস্তানে তীব্র গরমে মৃতের সংখ্যা বেড়ে ৪৫০

প্রকাশ: ২০১৫-০৬-২৩ ১০:৪৩:৪৫ || আপডেট: ২০১৫-০৬-২৩ ১০:৪৬:০০

Spread the love

15.+Pak

আরটিএমনিউজ২৪ডটকম, ইন্টা. ডেস্ক:  পাকিস্তানের সিন্ধু প্রদেশে তীব্র তাপদাহে নারী-শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে সাড়ে চারশ’ জনে গিয়ে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ প্রাণহানির খবর জানিয়েছে ডন নিউজ।

প্রাদেশিক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ৩০৯ জনের মধ্যে শুধুমাত্র করাচিতেই প্রাণহানি হয়েছে ৩০১ জনের। বাকি আটজনের পাঁচজন বাদিন এলাকার অধিবাসী। এছাড়া নওয়াবশাহ, দাদু, সুক্কুর এলাকায় একজন করে মারা গেছেন।

এর আগে রোববারের তাপদাহে করাচিতে ১৩২ জনের প্রাণহানি ঘটে। সেই সঙ্গে লারকানা দু’জন ও জাকোবাবাদ জেলায় দু’জনের মৃত্যু হয়।

সোমবার করাচির তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের সবগুলো হাসপাতালেই হিটস্ট্রোকের রোগী উপচে পড়ছে বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিন্ধের স্বাস্থ্যমন্ত্রী জাম মেহতাব দাহার জানান, সরকার এই অঞ্চলের হাসপাতালগুলোয় জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে, এ তাপদাহ অব্যাহত থাকবে বলে সাবধান করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন এখানে ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

সোমবার করাচি ছাড়াও সুক্কুর, ছোর, দাদু, লারকানা রোহরি ও নওয়াবশাহ এলাকার তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। জাকোবাবাদ, মিথি ও মহেঞ্জোদারো এলাকায় ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাদিন, থাত্তা ও পাদিদান এলাকায় ছিল ৪১ ডিগ্রি ও হায়দারাবাদ এলাকায় ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal