, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

মানুষের অধিকারের মৌলিক বিষয়গুলো নিশ্চিত করতে হবে !

প্রকাশ: ২০১৫-০৬-১১ ২১:২৬:২২ || আপডেট: ২০১৫-০৬-১১ ২১:২৬:২২

Spread the love

আরটিএম চট্টগ্রাম: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেছেন, বাংলাদেশে যারা মুক্তমত প্রকাশের চর্চা করেন তাদের কুপিয়ে হত্যা করা হচ্ছে। যা খুবই দুঃখজনক এবং উদ্বেগের।

‘বাংলাদেশে এবং বিশ্বে ব্লগার হত্যার ঘটনায় আমি নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। সকল মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া মুক্ত গণমাধ্যমের অন্যরকম উপাদান,’ জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন গিবসন।
তিনি বলেন, ‘জাতিসংঘ ও কমনওয়েলথসহ অনেক বৈশ্বিক ফোরামের সদস্য বাংলাদেশ। এই ফোরামগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা, রাষ্ট্রের জবাবদিহিতা, আইনের শাসন, ধৈর্য্য, শ্রদ্ধা এবং সহিষ্ণুতার সঙ্গে দ্বিমতকে মোকাবিলা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা।’
‘জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে একটি বৃহত্তম রাষ্ট্র। বাংলাদেশকে মানুষের অধিকারের এই মৌলিক বিষয়গুলো নিশ্চিত করতে কাজ করতে হবে এবং বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে,’ মন্তব্য করেন তিনি।শীর্ষ নিউজ

Logo-orginal