, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

মুক্তিপণের টাকা নিতে এসে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

প্রকাশ: ২০১৫-০৬-১০ ০৭:২৭:২২ || আপডেট: ২০১৫-০৬-১০ ১৫:২৭:৫৯

Spread the love

আরটিএম কক্সবাজার: মুক্তিপণের টাকা নিতে এসে কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া বাস টার্মিনাল থেকে সন্দেহভাজন দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের মংডু এলাকার খুইল্লা মিয়ার ছেলে মো. শফি ও চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকার মোক্তার আহমদ কালুর ছেলে শহিদুল্লাহ নেজাম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, রাত ১১টার দিকে চকরিয়া বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তারা উপজেলার বরইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল শুক্কুরের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে এসেছিল।
তিনি আরো জানান, শুক্কুরের ছেলে মালয়েশিয়ায় বন্দী আছেন। গ্রেপ্তাররা শুক্কুরের ছেলেকে মুক্তি দিতে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি শুক্কুর পুলিশকে আগে থেকে জানিয়েছিলেন।
ওসি আরো বলেন, গ্রেপ্তার দু’জনই মানবপাচারকারী বলে কাছে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা চকরিয়া, পেকুয়া ও বাঁশখালী এলাকা থেকে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে সাগরপথে পাচার করে মুক্তিপণ আদায় করে আসছিল।
আটকের পর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বলে ওসি জানান। rtnn

Logo-orginal