, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

রমজানের প্রথম শুক্রবার সৌদির প্রধান দুটি মসজিদে ১৫লক্ষ মুসল্লির সমাগম

প্রকাশ: ২০১৫-০৬-২০ ১৭:৫১:৪২ || আপডেট: ২০১৫-০৬-২০ ১৭:৫৬:০২

Spread the love

মোহাম্মদ আলী রাশেদ আরটিএমনিউজ২৪ডটকম সৌদিআরব:
রমজানের প্রথম শুক্রবার সৌদি আরবের মক্কা ও মদিনার প্রধান দুটি মসজিদে ১৫লক্ষ মুসল্লির সমাগম ঘটে।

শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে বলা হয়, মক্কার গ্রান্ড মসজিদ শুক্রবার সকাল ১০টার আগেই সম্প্রসারিত এলাকাসহ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। আশপাশের সড়কগুলোতেও লোকজন অবস্থান নেন।

একই অবস্থা হয় মদিনার পবিত্র মসজিদ মসজিদে নব্বীতে।এখানে ৫লাখ মানুষের সমাগম ঘটে বলে সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থায় উভয় মসজিদে লোকজন নামাজ আদায় করেন। বিদেশিদের মধ্যে বেশির ভাগই ওমরা পালন কারী। আরটিএম/আলী রাশেদ,

Logo-orginal