, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

সাংবাদিক মুকুল এখন কারাগারে

প্রকাশ: ২০১৫-০৬-২৮ ১৬:২৬:৫৬ || আপডেট: ২০১৫-০৬-২৮ ১৬:২৬:৫৬

Spread the love

  আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: স্ত্রীর দায়ের করা নির্যাতন মামলায় গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলকে (৩৭) এক দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শনিবার মুকুলকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ড শেষে রবিবার মুকুলকে ফের আদালতে হাজির করা হয়। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন।

 

রাজধানীর সেগুনবাগিচা থেকে শুক্রবার রাত আড়াইটার দিকে মুকুলকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

 

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সরদার নিজামুল হক বলেন, মুকুলের স্ত্রী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার বৃহস্পতিবার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ মুকুলকে সেগুনবাগিচা থেকে গ্রেফতার করে।

 

তিনি আরো বলেন, ওই মামলার অপর আসামি মেহেরুন বিনতে ফেরদৌসকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

 

Logo-orginal