, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar n_carcellar1957

সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় মাঠে মাসব্যাপী জামদানি তাঁতবস্ত্র মেলা

প্রকাশ: ২০১৫-০৬-২৭ ১২:২৪:২৮ || আপডেট: ২০১৫-০৬-২৭ ১২:২৪:২৮

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা : ঈদকে সামনে রেখে রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক জামদানি তাঁতবস্ত্র মেলা।
বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান মেলার উদ্ধোধন করেন।
বাংলাদেশ উইভার্স প্রোডাক্ট এন্ড মেনুফেকচারাস বিজনেস এসোসিয়েশন মেলার আয়োজন করেছে।
মেলায় স্টল রয়েছে ৬০টি। এতে প্রদর্শিত হচ্ছে নানা পণ্য। এখানে বাহারী জামদানি শাড়ি ছাড়াও টাঙ্গাইলের তাঁতের শাড়ি, রুহিতপূরী তাঁতের লুঙ্গি, কুষ্টিয়ার তাঁতের বেড কাভার, কুশন কাভার, তাঁতের থ্রিপিস, টেবিল ম্যাট, বুটিকের শাড়ি, জামা, ফতুয়াসহ গৃহস্থালির অনেক পণ্য পাওয়া যাচ্ছে।
মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি বলেন, ক্রেতারা এখানে এসে তুলনামূলক কম দামে জামদানি শাড়ি কিনতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের তাঁতবস্ত্র ও বুটিকসের পণ্য পাবেন। তিনি জানান, জামদানি শাড়ির দাম ২ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal