, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

সিসিকে ‘খুনি’ সম্বোধন: কে এই প্রতিবাদী সাংবাদিক?

প্রকাশ: ২০১৫-০৬-০৪ ১৯:৩৪:০৩ || আপডেট: ২০১৫-০৬-০৪ ১৯:৩৪:০৩

Spread the love

বার্লিন: বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সাথে মিশরীয় স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ সংবাদ সম্মেলন চলাকালে এক তরুণী সাংবাদিক সিসিকে খুনি বলে সম্বোধন করে তোলপাড় সৃষ্টি করেছেন।

কে এই তরুণী?
তার নাম ফাগর এলাদলি। বয়স ২২ বছর। তিনি মেডিসিনে লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতায়ও জড়িত।
সিসির সংবাদ সম্মেলন যখন শেষ পর্যায়ে তখন তিনি বলে উঠেন, ‘সে একজন খুনি।’
তিনি আরো বলেন, ‘ উর্দি শাসনের অবসান দরকার।’
এ সময় কয়েকজন মিশরীয় সরকার সমর্থক সাংবাদিক ‘ সিসি জিন্দাবাদ’ এবং ‘মিশর জিন্দাবাদ’ বলে এলাদলির জবাব দেন।
তবে এ অবস্থায় বিশৃঙ্খলার মধ্যেই শেষ হয় সংবাদ সম্মেলনটির।
পরে এলাদলি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, তিনি সংবাদ সম্মেলনে সিসিকে একটি প্রশ্ন করতে চেয়েছিলেন কিন্তু তাকে সুযোগ দেয়া হয়নি।
‘আমরা মিশরের নিপীড়িত জনতার পাশে আছি। কারণ আমরা চাই ন্যায়বিচার ও স্বাধীনতা। আমরা চাই জনগণের সাথে মানবিক আচরণ করা হোক।’
তিনি সিসির সাথে মেরকেলের বৈঠকেরও সমালোচনা করেন।
‘সত্যি বলতে কি আল-সিসিকে সমর্থন নৈতিকভাবে ন্যায়সঙ্গত নয়। কারণ তিনি গণতান্ত্রিক নেতা নন। তিনি আইনের শাসনকে অস্বীকার করছেন এবং মিশরীয় গণতন্ত্রকে ধ্বংস করেছেন,’ যোগ করেন এলাদলি।
উল্লেখ্য, এলাদলির এ ঘটনা ইরাকি সাংবাদিক মুন্তাদা আল জায়েদীর কথা স্মরণ করিয়ে দেয় যিনি ২০০৮ সালের ডিসেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে জুতা নিক্ষেপ করে বিশ্বব্যাপী বীরের মর্যাদায় আসীন হয়েছিলেন।
Rtnn

Logo-orginal