, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

৭% কমিয়ে জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রকাশ: ২০১৫-০৬-০৪ ১৬:১৪:৫৯ || আপডেট: ২০১৫-০৬-০৪ ১৬:১৪:৫৯

Spread the love

b24news-2.jpg1422373922208 ঢাকা: গত অর্থবছরের থেকে শূন্য দশমিক ২ শতাংশ কম কমিয়ে ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। গত বছর এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।

অর্থমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে ২০১৪-১৫ অর্থবছরে জিডিপির যে লক্ষ্য মাত্রা অর্জন করতে পারিনি।রাজনৈতিক সহিংসতায় না হলে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যেত। এরপরও বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

মুহিত আরও বলেন, ২০১৮ সালে দেশ থেকে অতিদরিদ্র বিতাড়িত করবো। এখন আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ মার্কিন ডলার। এখন আমাদের রিজার্ভ রয়েছে ২৩ দশমিক ৭ শতাংশ।

তিনি বলেন, এ অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছর রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপির কমিয়ে ৭ শতাংশ করা হয়। এরপরও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সরকারের তথ্য মতে গত অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬ দশমিক ৫১ ভাগ।

Logo-orginal