, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

৮ বছর পর ফিরছেন মুবারক

প্রকাশ: ২০১৫-০৬-১১ ১২:৫৭:৩০ || আপডেট: ২০১৫-০৬-১১ ১২:৫৭:৩০

Spread the love

খেলাধুলা ডেস্ক, আরটিএমনিউজ২৪ডটকম

news_imgfgvgv
ঢাকা: লম্বা সময় দলের বাইরে থাকলেও ব্যাটে মোটেই মরচে পড়েনি। উল্টো নিজেকে আরও শাণিত করেছেন। তাই লম্বা বিরতি কাটিয়ে প্রায় ৮ বছর পর আবারও শ্রীলঙ্কা টেস্ট দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী জিহান মুবারক।

সম্প্রতি ঘরোয়া লিগে দারুণ ফর্মে ছিলেন মুবারক। গত দুই মৌসুমে তার ব্যাট থেকে এসেছে এক হাজার রান। গড় ৮১.৭৮। এ ছাড়া ফিল্ডিংয়েও নজর কেড়েছেন ফিল্ডিং কোচ জন্টি রোডসের। এ জন্য ফর্মে থাকা মুবারককে পুরস্কার হিসেবে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে নির্বাচকরা।

প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার দুমন্থা চামীরা ও বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। তবে দলে জায়গা হয়নি উপুল থারাঙ্গা ও প্রসন্না জয়াবর্ধনের।

এদিকে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন থেকে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৭ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মুবারক।

Logo-orginal