, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar Arfat

ফখরুলের চিকিৎসায় আরেকটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

প্রকাশ: ২০১৫-০৭-০৯ ১১:০৯:৪৬ || আপডেট: ২০১৫-০৭-০৯ ১১:১৪:৫১

Spread the love

83179_fakrul

 

আরটিএমনিউজ২৪ডটকম,ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য আরেকটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১২ই জুলাইয়ের মধ্যে এই মেডিকেল বোর্ডকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ১৩ই জুলাই বিএনপি নেতার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে। ফখরুলের আইনজীবী একে এম এহসানুর রহমান বলেন, আদালত পাঁচ সদস্যের আরেকটি  মেডিকেল বোর্ড গঠন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ১২ জুলাইয়ের মধ্যে এই মেডিকেল বোর্ডকে ফখরুলের শারীরিক পরীক্ষার প্রতিবেদন দিতে হবে। শারীরিক পরীক্ষার প্রতিবেদন আদালতের হাতে না  পৌঁছানোয় গতকাল ফখরুলের জামিন আবেদনের বিষয়ে আদেশ হয়নি। উল্লেখ্য, ৬ই জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ১৩ই জুন হাইকোর্টের নির্দেশে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিএমনিউজ২৪ডটকম/ এম এফ

 

Logo-orginal