, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

ইরানের পরমাণু চুক্তি জাতিসংঘে অনুমোদন

প্রকাশ: ২০১৫-০৭-২১ ১৫:০৪:৩০ || আপডেট: ২০১৫-০৭-২১ ১৫:০৪:৩০

Spread the love
Iran2
আরটিএমনিউজ২৪ডটকম ইন্টাঃ ডেস্ক: ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার চূড়ান্ত পরমাণু চুক্তি অনুমোদনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এর মধ্য দিয়ে ইরান সমঝোতাকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হলো। ফলে তেহরানের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যেতে আর কোনো বাধা থাকলো না।

সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। চুক্তিটির পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবাই।

প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে- বেধে দেয়া সময়ের মধ্যেই ভিয়েনায় সই হওয়া সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। তবে ইরান যদি এ চুক্তি বাস্তবায়নে সহযোগিতা না করে তাহলে আবার নিষেধাজ্ঞার কবলে পড়বে দেশটি।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal