, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Avatar n_carcellar1957

এইচএসসি’র ফল ৯ আগস্ট

প্রকাশ: ২০১৫-০৭-২৬ ১২:০৫:৪০ || আপডেট: ২০১৫-০৭-২৬ ১২:০৫:৪০

Spread the love

2013-Joy-0084_0_1_0

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন গণভবনে ভিডিও কনফরেন্সের মাধ্যমে ফল প্রকাশ করবেন।

 

 

রোববার (২৬ জুলাই’২০১৫) শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা  এ তথ্য জানিয়েছেন।

 

 

রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বের্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন।

 

 

 

সকাল ১০টায় প্রধানমন্ত্রী দু’টি জেলার কলেজের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে ফল প্রকাশ করবেন।

 

 

 

 

এরপর দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

 

 

এর আগে ৮ অথবা ৯ আগস্ট ফল প্রকাশের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ফল প্রকাশের জন্য ৯ আগস্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে।

 

 

 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি পেলে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করবে বলে জানান ওই কর্মকর্তা।

 

 

 

কোন দু’টি কলেজের সাথে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন তা রোববারই চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়।

 

 

 

গত ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়া পরীক্ষা সারা দেশে দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

 

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে গ্রহণ করা হয়।

 

 

 

১১ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারি পরীক্ষা গ্রহণ করা হয় ১৩ থেকে ২২ জুন।

 

 

 

গত এসএসসি পরীক্ষা হরতাল-অবরোধের মধ্যে পড়ে ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। হরতালের কারণে ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করা হয়।

 

 

 

তবে ‘অনানুষ্ঠানিক অবরোধ’র মধ্যেই সময়মত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

 

Logo-orginal