, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

কায়রোর ইতালীয় কনসুলেটে হামলায় আহত ৫

প্রকাশ: ২০১৫-০৭-১১ ১২:২৭:২৮ || আপডেট: ২০১৫-০৭-১১ ১২:২৭:২৮

Spread the love

 আরটিএমনিউজ২৪ডটকম ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে শনিবার এক বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শহরের ইতালীয় কনসুলেট লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে।

 

 

স্থানীয় বার্তা সংস্থা মিনা জানিয়েছে, দূতাবাসের বাইরে যে বোমাটি বিস্ফোরিত হয়েছে সেটি ছিল একটি গাড়িবোমা এবং তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

 

 

এদিকে স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শনিবার সকালের ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে।

 

 

গত মাসেই এক গাড়িবোমা হামলায় প্রাণ হারিয়েছিলেন মিশরের সরকারি প্রসিকিউটর হিশাম বারাকাত। ওই একই মাসে পুলিশ স্টেশনে চালানো অন্য এক গাড়িবোমা হামলায় নিহত হয়েছিল তিনজন।

 

 

শনিবারের হামলা সম্পর্কে মিশরীয় সাংবাদিক ওমর ইলহাদি তার টুইটারে জানিয়েছেন, বোমা হামলায় কায়রোর গালা স্ট্রিটে অবস্থিত কনসুলেট ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি টুইটারে ক্ষতিগ্রস্ত ভবনটির একটি ছবিও প্রকাশ করেছেন।

 

 

এদিকে আল জাজিরা জানিয়েছে, বোমা হামলার খবর সংগ্রহ করার সময় ঘটনাস্থল থেকে চার বিদেশি সাংবাদিককে আটক করেছে পুলিশ।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal