, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে অ্যামনেস্টি, দেশে ফিরতে পারবে অনেক বাংলাদেশী

প্রকাশ: ২০১৫-০৭-৩০ ১৭:১৯:৫৬ || আপডেট: ২০১৫-০৭-৩০ ১৭:২১:৪৭

Spread the love

image

নিজস্ব প্রতিবেদক, আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েতঃ অবৈধ বিদেশী নাগরিকদের কুয়েত ত্যাগের সুযোগ দিয়ে অ্যামনেস্টি’ ঘোষনা করতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রানালয় ।

আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রানালয়ের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা এই খবরের সত্যতা নিশ্চিত করেন ।

দীর্ঘদিন থেকে এমন সুযোগের অপেক্ষায় আছে প্রায় দুই লক্ষ অভিবাসী ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী কুয়েতে অবৈধভাবে বসবাসকারী শ্রমিকের সংখ্যা 196,000 ।

সর্বশেষ অ্যামনেস্টি ঘোষনা করা হয়েছিল ফেব্রুয়ারী ২০১১ সালে ।

কুয়েতের মোট জনসংখ্যার চেয়ে দ্বিগুন বেশী বিদেশী শ্রমিক । সর্বোচ্চ সংখ্যক শ্রমিক রয়েছে মিশর আর ভারতের । কুয়েতের অফিস পাড়ায় প্রভাব বিস্তার করে আছে এই দুই দেশের শ্রমিকরা ।

বাংলাদেশ দুতাবাসের তথ্য অনুযায়ী কুয়েতে অবস্থানকারী বাংলাদেশীর সংখ্যা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার, যার মধ্যে অবধৈ অভিবাসী রেয়েছে প্রায় পনর হাজার ।

ভিসার মেয়াদ উর্ত্তীন হয়ে অনেকে আটকে পড়ে আছেন যুগ যুগ ধরে, অ্যামনেস্টি ঘোষনা করা হলে দেশে ফেরত যেতে পারবে এইসব শ্রমিকরা ।

ভিসা ছাড়া কুয়েতে অবস্থানকারীকে দৈনিক ২ দিনার (৫৪০ টাকা) হারে এবং সর্বোচ্চ ৬০০ দিনার (১৫৫,০০০ টাকা) জরিমানা আদায় করতে হয় ।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রানালয় সুত্রে জানা গেছে, যে সব বিদেশী অ্যামনেস্টির সুযোগে দেশে ফিরে যাবে, তাদের কোন প্রকার জরিমান দিতে হবেনা, পরর্বতী নতুন ভিসা নিয়ে ফেরত আসার সুবিধা পাবে ।

তবে যাদের বিরুদ্ধে ক্রাইম বা অন্যকোন অভিযোগ আছে তারা এই সুবিধা পাবেনা বলে জানিয়েছে সুত্রটি ।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal