, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে পাকিস্তানি হত্যার দায়ে চার মিশরীর ফাসি

প্রকাশ: ২০১৫-০৭-৩০ ১৫:২১:০০ || আপডেট: ২০১৫-০৭-৩০ ১৫:২২:১৭

Spread the love

image

নিজস্ব প্রতিবেদক, আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েত: গত ২৮ শে জুলাই কুয়েত সিটির আল নায়েফ প্যালেসে চার মিশরীয় নাগরিকের ফাসি কার্যকর করা হয় !

একজন পাকিস্থানী নাগরিককে হত্যার দায়ে দেশটি সর্বোচ্চ আদালতের নির্দেশে ফাসি কার্যকর করা হয় ।

কুয়েতের ১টি প্রজেক্টে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা পাকিস্থানী নাগরিককে হাতুড়ী দিয়ে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করে ৫ মিশরীয় নাগরিক ।

২০১৩ সালে ঐ প্রজেক্টের ৩৬ টন ষ্টীল চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় পাকিস্থানী নিরাপত্তা প্রহরীর হাতে,
হাতাহাতির এক পর্যায়ে মিশরীয় নাগরিকগন হাতুড়ী দিয়ে পিটিয়ে হত্যা করে প্রহরীকে ।

৩৮০০ ডলার মুল্যের ষ্টীল চুরি ও হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকোরূক্তি দেয় আসামীরা ।
আদালত ৪ জনকে ফাসি ও ১ জনকে ১৪ বছরের সশ্রম কারাভোগের আদেশ দেয় ।

২০০৭ সালের পুর্বে কুয়েতে ফাসি কার্যকরের সংবাদ প্রচারে বিধি-নিষেধ ছিল !

উল্লেখ্য, ১৯৬০ সালের পরবর্তী মোট ৭১ জনরে ফাসি কার্যকর করেছে দেশটির সরকার ।

আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal