, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

চট্টগ্রামে অটোরিকশা খালে নিহত ২

প্রকাশ: ২০১৫-০৭-৩১ ১৮:৫৪:২৬ || আপডেট: ২০১৫-০৭-৩১ ১৮:৫৪:২৬

Spread the love

water

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুড়িংয়ের ফকিরহাট ৩ নম্বর জেটি এলাকার মহেশ খালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন।

 

 

 

তারা হলেন- সিএ্যান্ডএফ ব্যবসায়ী ফিরোজ খান (৫৫) ও সিএনজি অটোরিকশার চালক মাহবুব আলম (৩০)। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, ফকিরহাট ৩ নম্বর জেটি এলাকায় বরাবরের মতো জোয়ারের পানির কারণে রাস্তা ডুবে যায়। সিএনজিচালিত অটোরিকশার চালক বুঝতে না পারায় সেটি রাস্তার পাশের খালে পড়ে যায়।

 

 

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা চালকসহ গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

 

 

 

সিএমপির ডবলমুড়িং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার জানান, অটোরিকশাটি খালে পড়ে যায়। এর দরজা বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। ফলে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal