, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

চট্টগ্রাম ম্যাচকে সামনে রেখে কঠোর নিরাপত্তা

প্রকাশ: ২০১৫-০৭-০৯ ২০:০১:১৮ || আপডেট: ২০১৫-০৭-০৯ ২০:০১:৫৮

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম চট্টগ্রাম: দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্বাগতিক বাংলাদেশের দুটি ক্রিকেট ম্যাচকে সামনে রেখে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম ও পাঁচতারকা হোটেল রেডিসনে নিরাপত্তাব্যাবস্থা নিয়ে মহড়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় খেলোয়াড়দের হোটেলে আনা-নেওয়া, স্টেডিয়ামে পৌঁছে দেওয়া, আবাসনব্যবস্থাসহ নানা দিক নিয়ে নিরাপত্তা মহড়ায় অংশ নেন সিএমপির সদস্যরা। চট্টগ্রামে আধুনিক সুযোগ-সুবিধার আন্তর্জাতিক মানের হোটেল র‍্যাডিসনে প্রথমবারের মতো থাকবেন দুই দেশের খেলোয়াড়রা।

আগামী ১৩ জুলাই চট্টগ্রাম আসবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রকা দল। ১৫ জুলাই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেট ম্যাচ ও ২১ জুলাই থেকে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি টেস্ট ম্যাচ।

কঠোর নিরাপত্তারব্যবস্থার কথা উল্লেখ করে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘খেলা ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal