, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar Arfat

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ সেই শিশুর অস্ত্রপচার

প্রকাশ: ২০১৫-০৭-২৯ ১৯:৫০:৩৮ || আপডেট: ২০১৫-০৭-২৯ ১৯:৫০:৩৮

Spread the love

shishu

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা:   মায়ের পেটও নিরাপদ ছিল না তাঁর জন্য। মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় মায়ের পেটে থেকেও গুলিবিদ্ধ হয় শিশুটি।

 

মা নাজমা বেগমের পেট এফোঁড়-ওফোঁড় করে গুলি লাগে শিশুটির শরীরেও।

 

নির্ধারিত সময়ের আগেই  শনিবার অস্ত্রপচারের মাধ্যমে শিশুটিকে পৃথিবীতে আনা হয়। নাজমা বেগম আছেন মাগুরা সদর হাসপাতালে। আর শিশুটিকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

 

এখনও নাম না রাখা হতভাগ্য শিশুটির আজ অস্ত্রপচার হয়েছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলির নেতৃত্বে এ অস্ত্রপচার হয়।

 

ছোট্ট শিশুটির শরীরে মোট ২১টি সেলাই পড়েছে। শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো জরুরি হলেও মা মাগুরায় হাসপাতালে ভর্তি থাকায় তা সম্ভব হচ্ছে না।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal