, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

ছিটমহলের মানুষকে বাংলাদেশে রাখতে জবরদস্তি

প্রকাশ: ২০১৫-০৭-৩০ ২০:০১:৩০ || আপডেট: ২০১৫-০৭-৩০ ২০:০১:৩০

Spread the love

 ছিটমহল

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাবাংলাদেশ এবং ভারতের ছিটমহলগুলো বিনিময় হতে আর মাত্র একদিন বাকী। এই ছিটমহল বিনিময়ের জের ধরে সেখানকার হাজার হাজার মানুষের নাগরিত্বও পাল্টে যাবে আগামীকাল মধ্যরাতের পর। কিন্তু বাংলাদেশের ভেতরের একটি ভারতীয় ছিটমহলের কিছু মানুষ অভিযোগ করেছেন যে, তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে জোর করে বাংলাদেশের নাগরিক বানানো হয়েছে।

বাংলাদেশ এবং ভারত, উভয় দেশই রাজী হয়েছিল যে ছিটমহলবাসীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোন দেশের নাগরিকত্ব বেছে নেয়ার সুযোগ পাবেন। এজন্যে ছিটমহলবাসীদের মধ্যে জরিপ চালিয়ে তাদের মতামতও জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশের ভূখন্ডের মধ্যে ভারতের ১১১টি ছিটমহল থেকে ৯শ ৭৯ জন ভারতের নাগরিকত্ব চেয়েছিলেন। বাকিরা বাংলাদেশেই থাকতে চান বলে প্রশাসন জানিয়েছে।

কিন্তু দাশিয়ারছড়া ছিটমহলের বেশ কিছু মানুষ বলছেন, ভয়-ভীতির মুখে তারা স্বাধীনভাবে নাগরিকত্ব বেছে নিতে পারেননি। জোর করেই তাদের বাংলাদেশের নাগরিক বানানো হয়েছে। তাই ছিটমহল বিনিময়ের একদিন আগেও তাদরে মধ্যে কাজ করছে এক অজানা আশংকা।- বিবিসি বাংলা ।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal