, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে টাইগাররা।

প্রকাশ: ২০১৫-০৭-১০ ০০:৫৭:১৭ || আপডেট: ২০১৫-০৭-১০ ০০:৫৭:১৭

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম ঢাকা: সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে টি-টুয়েন্টির প্রথম পরীক্ষায় হারের স্বাদ পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এখন ওয়ানডে দিয়েই জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে টাইগাররা।

শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় দিবারাত্রির ম্যাচটি শুরু হবে।

টি-টোয়েন্টিতে হারের পরও জয়ের ধারায় ফিরতে আত্মবিশ্বাসী টাইগাররা।কারণ ওয়ানডে ফরম্যাটেই এখন অনেক বেশি সাহসী তারা। সাম্প্রতিক পারফরমেন্স তেমন কথাই বলছে।

পাকিস্তান-ভারতের মত দলকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ, সেই ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বজায় রাখাই প্রধান লক্ষ্য টাইগারদের। সেই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তবে বিশ্ব ক্রিকেটে আবার দেখতে পাবে ক্রিকেটর জয়।

সাহসী বাংলাদেশ দলকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকাও। তবে টি-২০ সিরিজ জয়ে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে প্রোটিয়াসরা। ওয়ানডের আগে টি-২০ সিরিজ হওয়ায় নিজেদের ভালোভাবেই মানিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স দেশে ফিরে যাওয়ায় ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হাশিম আমলা। তাতে কিছুটা হলেও সুবিধা হয়েছে বাংলাদেশের। কারণ ডি ভিলিয়ার্সের মত বিশ্ব মানের খেলোয়াড় দলে থাকাটা যেকোন প্রতিপক্ষের জন্য অনেক বড় চিন্তার কারণ।

আগামী ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত্বব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত র্যা ঙ্কিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তান আর ভারতকে সিরিজ হারিয়ে সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে সেপ্টেম্বর পর্যন্ত র্যা ঙ্কিং শীর্ষ আটে থাকাটা নিশ্চিত করেছিল।

কিন্তু জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়ে হঠাৎ করেই ষড়যন্ত্র করে বসে র্যা ঙ্কিংয়ে শীর্ষ আটে থাকতে না পারার শঙ্কায় পড়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আর তাতে বাংলাদেশের সমীকরণটা কিছুটা হলেও ‘যদি’র ওপর নির্ভর হয়ে পড়েছে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ একটি জয় তুলে নিতে পারলেই, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়বে। তাতে মাথা উঁচু করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal