, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

জাপানে পর্বতারোহীদের জন্য ফ্রি ওয়াই-ফাই

প্রকাশ: ২০১৫-০৭-০৯ ১২:০৭:০০ || আপডেট: ২০১৫-০৭-০৯ ১২:০৭:০০

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম ইন্টাঃ ডেস্ক : জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজিতে আরোহণকারী অভিযাত্রীরা পেতে যাচ্ছেন ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আগামীকাল ১০ জুলাই থেকে চালু হচ্ছে এই ইন্টারনেট সেবা, বহাল থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত।

 

 

আশাহি শিম্বুন ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকান ও ইউরোপিয়ান অভিযাত্রীদের অনুরোধের কারণেই চালু করা হচ্ছে এই ইন্টারনেট সেবা। কর্তৃপক্ষ আশা করছে এই সেবার কারণে আরও বেশি সংখ্যক পর্যটক ও অভিযাত্রীরা মাউন্ট ফুজি ভ্রমণে আকৃষ্ট হবেন।

 

 

 

এ প্রসঙ্গে এক পর্যটন কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি মাউন্ট ফুজি সম্পর্কে বন্ধু পরিজনদের জানানোর জন্যই শুধু নয়, আবহাওয়া ও নিরাপত্তা বিষয়ক তথ্য জানতেও অভিযাত্রীরা ইন্টারনেট সেবা ব্যবহার করবেন।’

 

 

দুটি স্থানীয় কর্তৃপক্ষ ও একটি টেলিকম প্রতিষ্ঠান এই প্রযুক্তি চালু করার জন্য কাজ করছে।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে/সূত্র: বিবিসি।

Logo-orginal