, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

জামিন মিলল জামায়াতের মহিলা কর্মীদের

প্রকাশ: ২০১৫-০৭-১৪ ১৪:৩৪:৪০ || আপডেট: ২০১৫-০৭-১৪ ১৪:৪৬:৫৪

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম,সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. তসরুজ্জামান শুনানি শেষে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা মুচলেকায় এ জামিনের আবেদন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন কামরুন্নেচ্ছা (৫০), মোনা ইয়াসমিন (৪২), ফিরোজা হক (৫৮), সামছুন্নাহার (৫০), শাহানা বেগম (৫২), আয়েশা সিদ্দিকী (৫০), জাকিয়া সরোয়ার (৫০), লুৎফা বেগম (৫৫), রাজিয়া খানম (৫৫) ও আঁখি আক্তার (১৮)।

আদালতে তাঁদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক ও আশরাফুজ্জামান শাকিল।

এর আগে গতকাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান তাঁদের মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক ও আশরাফুজ্জামান শাকিল তাঁদের জামিন চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিচারক তাঁদের জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন এবং তাঁদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। পরে শুনানি শেষে আজ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

গত রোববার রাজধানীর সেগুনবাগিচার প্রিয় প্রাঙ্গণ ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁদের আটক করে ডিবি পুলিশ।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal