, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

জেল গেইট থেকে গ্রেপ্তার করেও আদালতে তোলা হয়নি শিবির নেতাদের

প্রকাশ: ২০১৫-০৭-৩১ ০০:৪৯:১০ || আপডেট: ২০১৫-০৭-৩১ ০০:৪৯:১০

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, রাজশাহী : জামিনে মুক্ত হবার পরে জেলগেট থেকে ডিবি কর্তৃক গ্রেফতারের পর ৭৮ ঘন্টা পেরিয়ে গেলেও শিবির নেতৃবৃন্দকে আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী মহানগরী শিবির নেতৃবৃন্দ ও গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি শোয়েব শাহরিয়ার এবং মহানগরী সেক্রেটারি আব্দুল্লাহ জোবায়ের এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত ২৭ জুলাই সকাল ১১টায় শিবির নেতা ডা. আনোয়ারুল ইসলাম, মারুফুল ইসলাম ও সাঈদ আমীন মুলহীম রাজশাহী কারাগার থেকে জামিনে মুক্ত হয় ।

কিন্তু জেলগেট থেকে ডিবি তাদের পুনরায় গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের পর ৭৮ ঘন্টা পেরিয়ে গেলেও তাদেরকে এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। পরিবারের লোকেরা ডিবি কার্যালয়ে যোগাযোগ করলে তাদের আদালতে হাজির করার আশ্বাস দিলেও আদালতে হাজির করছে না।

নেতৃদ্বয় বলেন, গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজিরের স্পষ্ট আইন থাকলেও এক্ষেত্রে আইন লঙ্ঘন করা হচ্ছে।

আমরা গ্রেফতারকৃত শিবির নেতৃবৃন্দকে দ্রুত আদালতে হাজিরের জন্য অনুরোধ করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান করছি।

বিবৃতি/আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal