, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

“টি-২০ উপভোগ করতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানেরা”

প্রকাশ: ২০১৫-০৭-০৭ ১০:৩৭:৫৬ || আপডেট: ২০১৫-০৭-০৭ ১০:৩৭:৫৬

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, স্পোর্টস ডেস্ক :   বাংলাদেশের ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার দুপুর একটায় সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে সফরকারী দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক বাংলাদেশ।

এরই মধ্যে প্রথম ম্যাচ হেরে সিরিজ ১-০ পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

এই প্রেক্ষাপটে আজকের ম্যাচকে সামনে রেখে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় বলছিলেন “ব্যাটসম্যানরা আসলে টি-টোয়েন্টি ক্রিকেটটা উপভোগ করতে পারছেন না”।

সম্প্রতি বড় বড় দলের সাথে টানা জয়ের ধারাবাহিকতায় থাকা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের এভাবে পরাস্ত হওয়া নিয়ে ক্রিকেট অঙ্গনে বিস্তর কথাবার্তা হচ্ছে।

মি. মুখোপাধ্যায় বলছিলেন “এর একটা কারণ বাংলাদেশ টি-টোয়েন্টি একেবারেই খেলে না, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি বলে কিছু নেই, আর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ছাড়া কেউ দেশের বাইরে টি-টোয়েন্টি খেলেন না। এসব কিছু টি-টোয়েন্টির প্রতি আলাদা একটা ভীতি কাজ করছে। ফলে বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা জড়তায় পরে গেছেন”।

রবিবারের ওই ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বিপর্যয় নেমে আসে এবং দলটি বিরাট ব্যবধানে হেরে যায়। ঐ বিপর্যয়ের কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকার বড় দল, সেটাও একটা বাড়তি চাপ তৈরি করছে বলে তিনি মনে করছেন।

আজকের ম্যাচে বাংলাদেশ দল এই জড়তা থেকে বেরিয়ে আসবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

তবে বাংলাদেশের ক্রিকেটে যে নির্ভীক খেলার কথা বলা হচ্ছে, সেটা আসলে ভীতির একটা পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal