, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin admin

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন পরীক্ষায় মাঠে নামছে মাশরাফিবাহিনী

প্রকাশ: ২০১৫-০৭-০৫ ১২:৩৩:৩৫ || আপডেট: ২০১৫-০৭-০৫ ১৫:৫৬:৪৩

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম ঢাকা : বিশ্বকাপ এর আগে জিম্বাবুয়ে সিরিজ থেকেই ভাল ক্রিকেট খেলছে মাশরাফিবাহিনী।

মাশরাফি-তামিম-সাকিব-মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সৌম্য-সাব্বির-তাসকিনদের মতো তরুণ ক্রিকেটাররা যোগ হওয়ার পর থেকেই বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট দল এখন অনেক আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে।

মাশরাফির নেত্রীতে বাংলাদেশ দল যেন নতুন করে জ্বলে উঠতে শিকছে। গত বছর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকেই এমন আত্মবিশ্বাসের বাতাস লেগেছে বাংলাদেশের ক্রিকেটে। এর ধারাবাহিকতায় বিশ্বকাপ ক্রিকেটে দারুণ খেলার পর একে একে পাকিস্তান ও ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জয় করে নেয় টাইগাররা। এবারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন পরীক্ষায় মাঠে নামছে মাশরাফিবাহিনী।

রোববার দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টোয়েন্টি২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের যে কোনো ফরম্যাটেই বাংলাদেশের চেয়ে খুব ভাল ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। নিঃসন্দেহে তাই এবারের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ ঘিরে নতুন মাত্রার কৌতুহল, আগ্রহ-উদ্দীপনা ক্রিকেটাঙ্গনে। মাশরাফিরা যেমন দক্ষিণ আফ্রিকাকে ভয় পাচ্ছেন না; দক্ষিণ আফ্রিকাও আবার মুখে আত্মবিশ্বাস দেখালেও জোর দিয়ে জয়ের কথা বলতে পারছে না। বাংলাদেশ দলের সীমিত ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অতীত পরিসংখ্যানে বিচলিত না। তারা বলছেন, অতীতের পরিসংখ্যান দেখে তো আর ক্রিকেট খেলা হয় না। আর এই পরিসংখ্যান ম্যাচের ভাগ্যও নিয়ন্ত্রণেও কোনো ভূমিকা রাখতে পারে না। ক্রিকেট হল মাঠের খেলা। জয় তারাই পাবে নির্দিষ্ট দিনে মাঠে যারা ভাল খেলবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বলছে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে। তাদেরকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই আমাদের।

দক্ষিণ আফ্রিকা স্পিনের বিপক্ষে অনেকটাই দুর্বল। এমন ভাবনা থেকে রোববার বাংলাদেশ দলের বোলিং শক্তি স্পিন নির্ভর হওয়ারই সম্ভবনা বেশি। তাই একাদশে দেখা যেতে পারে সাকিবের সঙ্গে বিষেশজ্ঞ আরও দুজন স্পিনার।

সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে নতুন নিয়ম করেছে বা আগের কিছু নিয়মে পরিবর্তন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর সেই নতুন নিয়মে বিশ্ব ক্রিকেটের প্রথম সিরিজটিই খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই এই নিয়মের সুবিধা শতভাগ কাজে লাগাতে মরিয়া থাকবে দুই দল !

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal