, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ফের কারাগারে ছাত্রদল সভাপতি রাজিব

প্রকাশ: ২০১৫-০৭-২১ ১৬:৪২:১৭ || আপডেট: ২০১৫-০৭-২১ ১৬:৪২:১৭

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, পটুয়াখালী : আরটিএমনিউজ২৪ডটকম,পটুয়াখালী: ফের কারাগারে ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ, সরকারী কৌসুলীর আবেদনে সাড়া দিয়ে এই আদেশ দিলেন মাননীয় আদালত ।
পটুয়াখালীতে গ্রেপ্তার হওয়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ ছয়জনের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম এসএম তারেক শামস এ আদেশ দেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে আসামিদের আদালতে হাজির করার পর তাঁদের পক্ষে জামিন আবেদন করা হয়

শুনানি শেষে আদালত ওই আবেদন না মঞ্জুর করেন এবং আগামী ১০ আগস্ট শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, ‘এটি একটি মিথ্যা ও সাজানো মামলা।

ছাত্রদলের মতো একটি সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে এ মামলা দেওয়া হয়েছে।’

অন্য পাঁচজন হলেন সালাহউদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ জসীম উদ্দিন, সাইফুল ইসলাম ও গাড়িচালক অসীম হালদার। পুলিশের ভাষ্য, তাঁরা রাজীবের সহযোগী।

গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে।

পুলিশের দাবি, তাঁদের প্রাইভেট কারে থাকা লাগেজ থেকে ৪৫টি ইয়াবা বড়ি ও একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিষয়ে রাত দুইটার দিকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, ‘ছাত্রদল সভাপতি ঢাকায় নিয়মিত মামলার আসামি।

এখানে (পটুয়াখালী) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহযোগীসহ তাঁর বিরুদ্ধে মামলা হবে।’

আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal