, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

ফের প্লাবিত বান্দরবান শহর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ২০১৫-০৭-৩১ ১২:৩২:৫০ || আপডেট: ২০১৫-০৭-৩১ ১২:৩২:৫০

Spread the love

water

আরটিএমনিউজ২৪ডটকম, বান্দরবান: প্রবল বর্ষণের কারনে বান্দরবানের সঙ্গে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

ঘুর্ণিঝড় ‘কোমেন’র প্রভাবে প্রবল বর্ষণের কারনে বান্দরবানের কেরানীরহাট চট্রগ্রাম সড়কের মাঝের পাড়া এলাকায় একটি কালভার্ট দেবে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
 

এদিকে বান্দরবানের সাংঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার তিন হাজারো বেশি পরিবার।

 

 

এছাড়া চকরিয়া লামা সড়কের মিরিজ্ঞা এলাকায় সড়ক ভেঙে যাওয়ায় লামা আলীকদম উপজেলায় যানচলাচল ব্যাহত হচ্ছে।

 

 

ঘুর্ণিঝড়ের প্রবল বাতাসে বান্দরবানের রুমা, থানছি আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। পাহাড়ের উপরে থাকা ঘরবাড়িগুলো প্রচন্ড বাতাসে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

জেলা পরিষদের সদস্য জুয়েল বম জানান, ‘রুমা উপজেলার কেউক্রাডং পাহাড়ের বগালেক পাড়া, বাসলাং পাড়া, আর্থা পাড়া, মুলপি পাড়াসহ ১০টির বেশি পাড়ার বসতঘর প্রচন্ড বাতাসে ভেঙে গেছে। উঁচু পাহাড় চুড়ায় বসতি থাকায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

 

নাই্ক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত জানান, “কক্সবাজার সংলগ্ন ঘুনধুম তুমব্রু, সোনাইছড়ি এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছয়টি আশ্রয় কেন্দ্রে লোকজনদের আশ্রয় দেয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহের খুটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এসব এলাকায়।”

 

এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে বান্দরবান শহরের ইসলাম পুর, বাসস্টেশন, মেম্বার পাড়া, আর্মিপাড়া, নিউ গুলশান এলাকাসহ বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে।

 

 

মাত্র পাঁচ দিনের ব্যবধানে বান্দরবান শহরে আবারো বন্যাকবলিত হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বন্যার্তরা ঘরে উঠতে না উঠতেই আবারো ঘরবাড়ি তলিয়ে পানিতে। বন্যার্তরা আশ্রয় নিয়েছে শহরের স্কুলগুলোতে। শহরে পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

 

 
পাহাড় ধস ও মাটি চাপায় সড়ক বিধ্বস্থ হয়ে যাওয়ায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বান্দরবানের রুমা থানছি উপজেলায় সড়ক যোগযোগ বন্ধ রয়েছে।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal