, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar Arfat

বাংলাদেশের টার্গেট ১৪৯ রান

প্রকাশ: ২০১৫-০৭-০৫ ১৪:৫৫:১৪ || আপডেট: ২০১৫-০৭-০৫ ১৪:৫৫:১৪

Spread the love

index23

 

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: গোটা ইনিংস জুড়েই স্পিনের বিপরীতে হাসফাঁস করতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। যার প্রতিফলন রয়েছে স্কোরবোর্ডেও। অধিনায়ক ডু প্লেসিসের হাফ সেঞ্চুরি স্বত্বেও প্রথম টি-২০ ম্যাচে ৪ উইকেটে ১৪৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৪৯ রান।

টস হারলেও বল হাতে বাংলাদেশ কাঙ্খিত শুরুই পেয়েছিল। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে বড় উদযাপনের উপলক্ষ এনে দিয়েছেন আরাফাত সানি। ষষ্ঠ বলেই বাঁহাতি এই স্পিনার আউট করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মূল স্তম্ভ ডি ভিলিয়ার্সকে (২)। কভারে ক্যাচটি ধরেছেন মাশরাফি।
নতুন বলে দুই প্রান্তেই স্পিনার ব্যবহারে ফলও পেয়েছে বাংলাদেশ। চতুর্থ ওভারে নাসির ফেরান ডি কককে (১২)। অধিনায়ক ডু প্লেসিস ও ডুমিনির তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। তারা ৪৬ রান যোগ করেন। কিন্তু তাদের জুটিটা ৪ রানেই থেমে যেতে পারত। ষষ্ঠ ওভারে উইকেটকিপার মুশফিক মুস্তাফিজের বলে ১৮ রানে থাকা ডু প্লেসিসের ক্যাচ ফেলেন।

দ্বিতীয় স্পেলে বল করতে এসে ডুমিনিকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন আরাফাত সানি। ডিপ মিড উইকেটে বলের ফ্লাইট মিস করেও শেষ মুহূর্তে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন নাসির। ডুমিনি ১৮ রান করেন। উইকেটে থিতু হতে পারেননি কিলার মিলারও। সাকিবের বলে এলবির ফাঁদে পড়েন মিলার (১)। একপ্রান্ত আগলে ব্যাটিং করা ডু প্লেসিস ৩৫ বলে ষষ্ঠ হাফ সেঞ্চুরি করেছেন।

পঞ্চম উইকেটে রিলে রুশোর সঙ্গেও জুটি গড়েন ডু প্লেসিস। তাদের ৫৮ রানের জুটিতেই দেড়শো ছুঁইছুঁই স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিস ৬১ বলে অপরাজিত ৭৯ রান (৮ চার) করেন। ২১ বলে ৩১ রান (২ চার, ২ ছয়) করে অপরাজিত ছিলেন রুশোও। বাংলাদেশের আরাফাত সানি ২টি, সাকিব-নাসির ১টি করে উইকেট নেন।

আরটিএমনিউজ২৪ডটকম/ এম এফ

Logo-orginal