, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

বাংলাদেশের লক্ষ্য ১৭০

প্রকাশ: ২০১৫-০৭-০৭ ১৪:৪০:০২ || আপডেট: ২০১৫-০৭-০৭ ১৪:৪১:২৭

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় ও শেষ টোয়েন্টি২০ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান করে সফরকারীরা।

 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙে ৯৫ রানে। আরাফাত সানির বলে ডি কোক আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। অবশ্য সাজঘরে ফেরার আগে ৪৪ রান করেন তিনি।

 

ডি কোকের বিদায়ের পর দ্রুত দুটি উইকেট তুলে নেন অলরাউন্ডার নাসির। তার বলে আউট হন জেপি ডুমিনি (৬) ও এবি ডি ভিলিয়ার্স (৪৪)। আগের ম্যাচে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে উইকেট শিকারের স্বাদ নেন বাংলাদেশ দলের নতুন সংযোজন পেসার মুস্তাফিজুর রহমান। তার বলে ক্যাচ আউট হন সফরকারী অধিনায়ক ফাফ ডু প্লেসিস (১৬)। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

 

২ ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫২ রানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal