, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

বাদশা সালমানের সাথে খালেদ মেশালের বৈঠক

প্রকাশ: ২০১৫-০৭-২১ ১৯:৫৫:০২ || আপডেট: ২০১৫-০৭-২১ ১৯:৫৫:১৮

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, রিয়াদ: ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের প্রধান খালেদ মেশাল ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক নজিরবিহীন বৈঠকে মিলিত হয়েছেন সৌদি আরবের বাদশা সালমানসহ উর্ধ্বতন সৌদি কর্মকর্তারা।

কয়েক বছরের মধ্যে দু’পক্ষের মধ্যে এটিই প্রথম বৈঠক।

বৈঠকে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ সদস্যদের সঙ্গে সৌদি আরবের বাদশা, ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষামন্ত্রীরা একত্রিত হন।
ফিলিস্তিনের ঐক্য এবং আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেন বলে শুক্রবার জানিয়েছে হামাস সূত্র।

ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী ফাতাহ দলের সঙ্গে রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধের পর ২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। ইসরাইলের সঙ্গে হামাস তিনবার যুদ্ধে জড়িয়েছে। ইসরাইলকে ধ্বংস করে দেয়ার অঙ্গীকার করেছে দলটি।

সৌদি আরবে বাদশা সালমান জানুয়ারিতে ক্ষমতাসীন হওয়ার পর থেকে হামাসের সঙ্গে দেশটির সম্পর্কের উন্নতি ঘটেছে।
সুন্নীপন্থী লড়াকু সংগঠন হামাসকে দীর্ঘদিন থেকে সমর্থন দিয়ে আসছে শিয়া ইরান।

এই বৈঠকের মাধ্যমে হামাস ও সৌদি আরবের সম্পর্কে উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামাসের সাথে তেহরানের সম্পর্কে কিছুটা চিড় ধরেছে।

সম্প্রতি ইরানের পরমাণু ইস্যু নিয়ে পশ্চিমা শক্তির সাথে ঐতিহাসিক চুক্তির পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বদলে যেতে পারে বিশ্লেষকরা মনে করছেন।

পরিবর্তিত পরিস্থিতিতে শিয়া ইরানের চিরবৈরি সৌদি আরব নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
হামাস নেতাদের সাথে সৌদি বাদশার বৈঠককে এই আলোকেই দেখা যেতে পারে।

সূত্র: রয়টার্স/আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal