, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

বিজ্ঞাপনে প্রলোভন, লাক্সের বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ: ২০১৫-০৭-০৭ ১৩:৩৩:১১ || আপডেট: ২০১৫-০৭-০৭ ১৩:৩৩:১১

Spread the love
 আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা : ‘লাক্স কিনে জিতে নিন সোনার লকেট’ এই স্লোগানে ইউনিলিভার বাংলাদেশ’র পণ্য গায়ে মাখা সাবান লাক্স এর বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের ওপর শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেন।

‘এবার লাক্স কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট!’ শিরোনামে ওই বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিলিভার কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪ (বি) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, পুলিশের মহা পরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।

আইন অনুযায়ী এ ধরনের বিজ্ঞাপন প্রচার ‘নিষেধ’ উল্লেখ করে তা বন্ধের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মতিন রোববার এই রিট আবেদন করেন। ইউনিলিভারের ওই বিজ্ঞাপন সম্বলিত একটি দৈনিক পত্রিকাও আবেদনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।

আদালতে এ বিষয়ে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal