, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

বিষপানে এক মুক্তিযুদ্ধ কমান্ডারের আত্মহত্যা

প্রকাশ: ২০১৫-০৭-০৭ ২২:০২:৩০ || আপডেট: ২০১৫-০৭-০৭ ২২:০৮:২১

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা :  রাজধানীর হোটেল কর্ণফুলীতে বিষপানে মুক্তিযুদ্ধের এক থানা কমান্ডার আত্মহত্যা করেছেন।

আইয়ুব খান (৬২) নামে ওই কমান্ডারের বাড়ি চট্টগ্রামে। তিনি একাত্তরে সাতকানিয়া থানা কমান্ডার ছিলেন।

শাহবাগ থানার এসআই মামুন ফরায়েজী এ খবর নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশের আবাসিক হোটেল কর্ণফুলীর ২০৪ নম্বর কক্ষে বিষপান করেন আইয়ুব খান।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইয়ুব খান চট্টগ্রাম (দক্ষিণ) জেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটির সদস্য সচিব ছিলেন।

মৃত আইয়ুব খানের মামাতো ভাই আমীর হোসেন জানান, সম্প্রতি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তার ভাই আইয়ুব খান। ঢাকায় তিনি হোটেল কর্নফুলীতে উঠেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই হোটেল কক্ষেই বিষপানে আত্মহত্যা করেন তিনি।

‘কী কারণে ভাই আত্মহত্যা করেছেন জানিনা, তবে তিনি একটি চিরকুট লেখে গেছেন,’ যোগ করেন আমীর হোসেন।

লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে বলে জানান এসআই ফরায়েজী।

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal