, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

বৃষ্টিতে মিরপুর স্টেডিয়ামের বেহাল দশা

প্রকাশ: ২০১৫-০৭-১০ ১৬:২৯:৪৯ || আপডেট: ২০১৫-০৭-১০ ১৬:২৯:৪৯

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম,স্পোর্টস ডেস্ক: বৃষ্টিতে মিরপুর স্টেডিয়ামের বেহাল দশা। সারা মাঠ কাভার দিয়ে ঢাকা।

শুক্রবার সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। যার ফলে পণ্ড হওয়ার আশঙ্কায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে। খেলা শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়। তবে সাড়ে ৩টার দিকে বৃষ্টি থামলেও টস হয়নি।

মাঠ থেকে অবশ্য কাভার সরিয়ে নেওয়া হয়েছে। মাঠ পরিচর্যা করে খেলার উপযোগী করার চেষ্টাও চলছে।

গত মাসে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেরই রিজার্ভ ডে ছিল। কিন্তু তিন ম্যাচের এই সিরিজে রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে খেলা না হলে শুক্রবারই পরিত্যক্ত ঘোষণা করা হবে প্রথম ওয়ানডে।

ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী হতে যাচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ।

ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য আনার জন্য ব্যাটিং পাওয়ারপ্লে তুলে দেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ের কিছু বাধ্যবাধকতাও শিথিল করেছে আইসিসি।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal