, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

ভারতে ডাইনী অপবাদ দিয়ে নারীর শিরশ্ছেদ

প্রকাশ: ২০১৫-০৭-২১ ২২:৩৭:১৯ || আপডেট: ২০১৫-০৭-২১ ২২:৩৭:১৯

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ডেস্ক: ভারতের আসাম রাজ্যের আদিবাসীদের একটি গ্রামে ডাইনী অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে নগ্ন করে শিরশ্ছেদ করা হয়েছে।

হত্যাকাণ্ডের জন্য পুলিশ দুজন মহিলাসহ সাতজনকে আটক করেছে।

পুলিশের স্থানীয় কর্মকর্তা সামাদ হুসেন বলেন, রাজ্যের সোনিতপুর জেলার ওই গ্রামে গত কিছুদিন ধরে রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ছিল। এর জন্য গ্রামবাসীরা ৬৩ বছরের পুরনি ওরাংকে দায়ী করা শুরু করে।

আসামে অনেক আদিবাসী সমাজে এবং চা শ্রমিকদের মধ্যে মহিলাদের ডাইনী হিসাবে অপবাদ দেয়ার চল রয়েছে।

গত বছর অক্টোবর মাসে, দেবযানী বোরা নামে ভারতের জাতীয় পর্যায়ের অ্যাথলেটকে ডাইনী হিসাবে অভিযুক্ত তাকে বেদম মারধর করা হয়।

রাজ্য পুলিশের দেয়া হিসাবে, গত ছয় বছরে ডাইনী সন্দেহে আসামে ৯০ জনকে হয় মাথা কেটে না হয় জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। এদের সিংহভাগই মহিলা।

কুসংস্কারই এসব হত্যাকাণ্ডের পেছনে প্রধান কারণ। তবে অনেক সময় বিধবা মহিলাদের সম্পত্তি হাতিয়ে নিতে পরিকল্পিতভাবে তাদের ডাইনী হিসাবে অভিযুক্ত করার নজিরও রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।/আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal