, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

মুস্তাফিজের আঘাত : দ. আফ্রিকার ৮ উইকেটের পতন

প্রকাশ: ২০১৫-০৭-১২ ১৬:৩১:৫৬ || আপডেট: ২০১৫-০৭-১২ ১৮:০৯:০৪

Spread the love

Muztafiz20150712163604

আরটিএমনিউজ২৪ডটকম, স্পোর্টস ডেস্ক : সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশ দল শুরু থেকেই চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮উইকেট হারিয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৪১ ওভার  ১ বলে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান।

এর আগে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। দলীয় ১৬ রানে প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। গ্যালিতে সাব্বির রহমানের সহজ ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান কুইন্টন ডি কককে।

এরপর বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় আঘাত হানেন রুবেল হোসেন। ১৩তম ওভারের প্রথম বলেই হাসিম আমলাকে বোকা বানিয়ে পরিষ্কার বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল। জুবায়েরের পরিবর্তে দলে সুযোগ পেয়ে শুরু থেকেই দুর্দান্ত বল করছেন এই পেসার।

রুবেলের পর প্রোটিয়া শিবিরে তৃতীয় আঘাত হানেন নাসির হোসেন। রুশো কে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান টাইগার এই বোলার।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে সিরিজে ০-১তে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। হারলেই সিরিজ শেষ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওডিআই তখন পরিণত হবে নিয়মরক্ষার ম্যাচে।

 

বাংলাদেশ দলে জুবায়েরের পরিবর্তে দলে ঢুকেছেন রুবেল হোসেন। প্রথম ওয়ানডেতে জুবায়েরের স্পিন প্রোটিয়াদের বিপক্ষে তেমন চিড় ধরাতে পারেনি। তাই তার পরিবর্তন অনুমিতই ছিল। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামছে তারা

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal