, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

মোস্তাফিজের তিন উইকেট, প্রচন্ড চাপে দ: আফ্রিকা

প্রকাশ: ২০১৫-০৭-২১ ১৬:১১:২২ || আপডেট: ২০১৫-০৭-২১ ১৬:১২:২৩

Spread the love

image

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: মোস্তাফিজের তিন উইকেট, প্রচন্ড চাপে দ: আফ্রিকা !

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সিদ্ধান্ত নেন অধিনায়ক হাশিম আমলা।

উদ্বোধনী জুটিতে ৫৮ রান তুলে ভালো শুরু এনে দেন স্টিয়ান ফন জিল ও ডিন ইগার।

এরপর মাহমুদুল্লাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ফন জিল। তিনি ৩৪ রান করেন ছয় বাউন্ডারিতে।

এরপর দলের হাল ধরেন ডিন ইগার ও অভিজ্ঞ ফাফ ডু প্লেসিস। ৭৮ রানের এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

তার বলে ডিন ইগার উইকেটের পেছনে ক্যাচ দেন দলীয় ১৩৬ রানে। ইগার তিন বাউন্ডারিতে করেন ৪৭ রান।

এরপর একই রানে সাকিবের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ফাফ ডু প্লেসিস। তিনি করেন পাঁচ বাউন্ডারিতে ৪৮ রান।

সেখান থেকে অধিনায়ক হাশিম আমলা টেম্বা বাভুমা নিয়ে দলের হাল ধরেন। তবে এই জুটি ৩৭ রানের বেশি যেতে পারেনি।

অভিষিক্ত মুস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন আমলা। তিনি করেন ১৩ রান।

দলীয় ১৭৩ রানে পরের বলেই এলবিডব্লিউ করে জেপি ডুমিনিকে ফিরিয়ে মুস্তাফিজ হ্যাটট্রিকের সম্ভাবনা

জাগিয়েছেন। তবে তার সেই সম্ভাবনা মাটি করে দেন কুইনটন ডি কক। তবে পরের বলেই কক পরিষ্কার বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

প্রতিবেদন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮২/৬। টেম্বা বাভুমা ২০ এবং ভারনল ফিল্যান্ডার ০ রানে ক্রিজে রয়েছেন।

এই টেস্টে অভিষেক হয়েছে বিস্ময় জাগানো পেসার মুস্তাফিজুর রহমানের। তার সঙ্গে পেস আক্রমণে আছেন মোহাম্মদ শহীদ।

এছাড়া তাইজুল ইসলাম ও যুবায়ের হোসেন স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন। সঙ্গে বাড়তি হিসেবে আছেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

ওয়ানডেতে মাশরাফি মর্তুজা নেতৃত্ব দিলেও টেস্টের নেতৃত্বে আছেন- মুশফিকুর রহিম।

তবে তিনি ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেটের পেছনে দাঁড়াচ্ছেন লিটন কুমার দাস।

ওপেনিংয়ে যথারীতি তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর ওয়ান ডাউনে বাংলাদেশের ব্রাডম্যানখ্যাত মুমিনুল হক।

সফরে ইতোমধ্যে প্রোটিয়ারা দুটি টি-২০ এবং তিনটি ওয়ানডে খেলেছে। টি-২০ সিরিজ জিতলেও তারা ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে টাইগারদের কাছে হেরে গেছে। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট হচ্ছে চট্টগ্রামে।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal