, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

যুদ্ধবিমান বিধ্বস্তের চার দিনেও উদ্ধার হয় নি পাইলট রুম্মান

প্রকাশ: ২০১৫-০৭-০২ ১৫:২৮:১৩ || আপডেট: ২০১৫-০৭-০২ ১৫:২৯:১৮

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা :   চার দিনেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে বিধ্বস্ত বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট তাহমিদ রুম্মান চৌধুরীর। তবে তিনিসহ বিমানের ধ্বংসাবশেষের খোঁজে বঙ্গোপসাগরে সমম্বিত অনুসন্ধান চলছে।

গত সোমবার এফ-৭ যুদ্ধবিমানটি জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টার দিকে টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর কিছু সময় পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও পতেঙ্গা এলাকা থেকে ছয় নটিক্যাল মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়।

ওই সময় বিমানে থাকা একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ রুম্মান চৌধুরী নিখোঁজ হন। তবে ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে বিধ্বস্ত বিমানটির তিনটি অংশ উদ্ধার করা হয়। পরের দিন মঙ্গলবার দুপুরে এগুলো বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে নিয়ে যাওয়া হয়।

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার জোয়ারদার সিরাজুল ইসলাম জানান, বৃষ্টির কারণে উত্তাল সাগরে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal