, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়

প্রকাশ: ২০১৫-০৭-২৬ ১১:২০:৫৬ || আপডেট: ২০১৫-০৭-২৬ ১১:২০:৫৬

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম ডেস্ক: মহান আল্লাহ তা’য়ালা অনেকভাবেই তার বান্দার দোয়া কবুল করে থাকেন।

পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এরশাত করেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়।

আল্লাহর দরবারে সন্দেহাতিতভাবে যাদের দোয়া কবুল হয়- (১) নির্যাতিত ব্যক্তির দোয়া, (২) মুসাফিরের দোয়া এবং (৩) ছেলের জন্য পিতা-মাতার দোয়া।

আরবি হাদিস

ا1/987 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: « ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَات لاَ شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ المَظْلُومِ، وَدَعْوَةُ المُسَافِرِ، وَدَعْوَةُ الوَالِدِ عَلَى وَلَدِهِ ». رواه أَبُو داود والترمذي، وَقَالَ:«حديث حسن » . وليس في رواية أَبي داود: « عَلَى وَلَدِهِ » .

বাংলা হাদিস

আবূ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দোয়া আল্লাহর দরবারে সন্দেহাতিতভাবে কবুল হয় (১) নির্যাতিত ব্যক্তির দোয়া, (২) মুসাফিরের দোয়া এবং (৩) ছেলের জন্য পিতা-মাতার দোয়া।

[আবু দাউদ ১৫৩৬, তিরমিজি ১৯০৫, ৩৪৪৮, ইবন মাজাহ ৩৮৬২, আহমদ ৭৪৫৮, ৮৩৭৫, ৯৮৪০, ১০৩৩০, ১০৩৯২]

সৌজন্য, এমটিনিউজ২৪/আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal