, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

রাজন হত্যা, মুহিতের ৫ দিনের রিমান্ড

প্রকাশ: ২০১৫-০৭-১৩ ১২:৩৮:৫৫ || আপডেট: ২০১৫-০৭-১৩ ১৩:১৭:৩২

Spread the love

শিশুর রাজন

আরটিএমনিউজ২৪ডটকম, সিলেট :   সিলেটের কুমারগাঁওয়ে চোর সন্দেহে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মুহিত আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মহানগর হাকিম আদালত-৩ এর বিচারক ফারহানা ইয়াসমিন এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

আজ সকালে মামলার বিচারকালে জাকিরের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় দুপুর ২টার মধ্যে সশরীরে তাকে আদালতে গিয়ে জবাব দিতে বলা হয়েছে।

গত বুধবার সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে।

নির্যাতনকারীরা শিশুটিকে নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করে। ২৮ মিনিটের সে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।

এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক শেখপাড়া গ্রামের আবদুল মালিকের ছেলে মুহিত আলম, তার ভাই কামরুল ইসলাম, তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে আসামি করা হয়েছে।

এছাড়া গ্রেপ্তারকৃত মুহিত আলমকে (২২) জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার ওই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal