, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar Arfat

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, একাদশে ভর্তির সময়সীমা বৃদ্ধি

প্রকাশ: ২০১৫-০৭-০৫ ১১:৫৩:০৬ || আপডেট: ২০১৫-০৭-০৫ ১১:৫৩:০৬

Spread the love

 

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা : ভর্তির জটিলতার জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখনও যারা ভর্তি হতে পারেনি, তারা কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই আগামী ৩ সপ্তাহের মধ্যে একাদশে ভর্তি হতে পারবে। চারটি পর্যায়ে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।’

রবিবার সচিবালয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে শিক্ষার্থীদের আর কোনো সমস্যা হবে না। এ পর্যন্ত নয় লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

উন্নয়নের বেদনা ভোগ করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কম ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেছি। আমাদের প্রযুক্তিগত ক্ষমতা, সক্ষমতা ও সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় সমস্যা হয়েছে। আমরা নিশ্চিত, এবারের মতো সমস্যা ভবিষ্যতে থাকবে না।’

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal