, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা, ঝড়ের আশঙ্কা

প্রকাশ: ২০১৫-০৭-২৫ ১৭:৩৩:৪৭ || আপডেট: ২০১৫-০৭-২৫ ১৭:৩৩:৪৭

Spread the love

news

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

 

এদিকে পানি উন্নয়ন বোর্ডের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নদ-নদীর ৩৮টি স্থানে পানি বৃদ্ধি এবং ৩৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে। এছাড়া ৬টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

 

এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহে পানি হ্রাস পাচ্ছে। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টায় হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal