, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

সাংবাদিকরা অবহেলিত জনপদের উন্নয়নে অগ্রণী ভূমিকার পালন করছে

প্রকাশ: ২০১৫-০৭-১৩ ১৪:২২:০৫ || আপডেট: ২০১৫-০৭-১৩ ১৪:২২:০৫

Spread the love

গাজী জয়নাল আবেদীন, চট্টগ্রাম প্রতিনিধি:

Raozan Press Club Pic

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: মানুষের কল্যাণে সাংবাদিকরা নিবেদিত থাকে সবসময়। মফস্বলের কল্যাণেও সাংবাদিকরা অবহেলিত জনপদের উন্নয়নে অগ্রণী ভূমিকার পালন করছে। যার কারনে মফস্বলের চিত্রও এখন দিন দিন পাল্টে যাচ্ছে।

 
১২ জুলাই রবিবার উপজেলার মুন্সিরঘাটাস্থ আ’লীগের অডিটোরিয়ামে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে মফস্বলে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

 

বক্তারা আরো বলেন, রাউাজনে এবিএম ফজলে করিম চৌধুরীর উন্নয়নকে তরান্বিত করতে উপজেলার সাংবাদিকরাও অবদান রাখছে। যার কারনে রাউজান দ্রুত গতিতে মডেল উপজেলায় পরিনত হতে যাচ্ছে। তাই উপজেলায় কর্মরত সাংবাদিকদেও আগামিতেও রাউজানের উন্নয়ন চিত্র জনগণের কাছে তুলে ধরার জন্য বক্তারা অনুরোধ জানান।

 
রাউাজন প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিনের পরিচালনায় গোল টেবিল বৈঠক ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী।

 
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আজাদীর সহকারী সম্পাদক মো. খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ পিপিএম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জসীম উদ্দিন, পৌর আ’লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক নুরল ইসলাম চৌধুরী শাহাজান, কাউন্সিলর শামিমুল ইসলাম চৌধুরী সামু, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি শফিউল আলম, এম.বেলাল উদ্দিন, প্রেসক্লাব সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, নাঈম উদ্দিন, সমাজ সেবক এস.এম.বাবর, মাহাবুবু আলম, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, রাউজান সাহিত্য সমিতির সভাপতি মহিউদ্দিন ইমন, আহসান হাবিব চৌধুরী হাসান, হাবিবুল জাকারিয়া রাসেল, রাউজানের প্রিয়কাগজ ও রাউজানটাইমস প্রকাশক মো.জিয়াউর রহমান, রাউজাননিউজ ২৪ ডটকম প্রকাশক কামরল ইসলাম বাবু, সাংবাদিক এম.জাহাঙ্গীর নেওয়াজ, এম. রমজান আলী, গাজী জয়নাল আবেদীন যুবায়ের, এম. কামাল উদ্দিন।

 
এর পুর্বে এক সাধারণ সভায় প্রেস ক্লাবের পৃষ্টপোষক এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সুপারিশক্রমে দৈনিক ভোরের ডাক পত্রিকার রাউজান প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের ও দৈনিক মানবকণ্ঠের রাউজান প্রতিনিধি কামাল উদ্দিনকে রাউজান প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি এম. জাহাঙ্গীর নেওয়াজ এবং ভোরের কাগজ প্রতিনিধি এম.রমজান আলীর বাতিল হওয়া সদস্যপদ পুনরায় বহাল করা হয়।

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

 

Logo-orginal